ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

ওসি প্রদীপসহ ৪১ জনের বিরুদ্ধে আরও একটি মামলা

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ৩১ আগস্ট ২০২০ , ০৫:৫৫ পিএম


loading/img
ফাইল ছবি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত, বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ৪১ জনের বিরুদ্ধে  আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

বিজ্ঞাপন

আজ সোমবার (৩১ আগস্ট) কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হেলাল উদ্দীনের আদালতে মামলাটি দায়ের করেন  টেকনাফের রঙ্গিখালীর বাসিন্দা সুলতানা রাবিয়া মুন্নী। আদালত অভিযোগ আমলে নিয়ে এ ঘটনায় অন্য কোন মামলা হয়েছে কিনা, তদন্ত রিপোর্ট হয়েছে তা জানাতে টেকনাফ থানাকে নির্দেশ দিয়েছেন।    

মামলায় অভিযুক্ত ৪১ জনের মধ্যে ৩৫ জন পুলিশ সদস্য।   

বিজ্ঞাপন

বাদী পক্ষের আইনজীবী দিদারুল মোস্তফা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত ৬ মে দিবাগত রাত ২টার দিকে তার স্বামী সৈয়দ আলম, ভাই নুরুল আলম ও নিকটাত্মীয় সৈয়দ হোছন প্রকাশ আব্দুল মোনাফ বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে ওসি প্রদীপ ও এসআই মশিউর তাদের পরিবারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে। ওই টাকা না পেয়ে তাদের হত্যা করা হয়।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |