‘সাম্প্রদায়িক রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই’
‘সাম্প্রদায়িক রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই’এমন দাবিতে রাজশাহীতে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী মহানগর ও জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে দিনাজপুরের পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু এলাকায় সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির আক্রমণ, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সভা-সমাবেশে ভিন্ন ধর্মের প্রতি অব্যাহত কটূক্তির প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃতদের শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানানো হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডক্টর সুজিত সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ, নগরের পূজা উদযাপন কমিটির সভাপতি অলক কুমার দাস ও পবার পূজা উদযাপন কমিটির সভাপতি সমর কুমার।
জেবি
মন্তব্য করুন