ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রাষ্ট্র পরিপূর্ণভাবে স্বাধীন হতে অনেক পথ বাকি: মাহফুজ আলম

আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ১১:৪৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাষ্ট্র পরিপূর্ণভাবে স্বাধীন হতে এখনও অনেক পথ বাকি আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি। মাহফুজ আলম তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ২০১৩-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।

মাহফুজ বলেন, আমি তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী। একসময় স্বৈরাচারী শাসনামলে আমরা আমাদের পরিচয় দিতে পারিনি। কিন্তু আজ তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, অতীতের ফ্যাসিস্ট শাসনামলে মিল্লাতের শিক্ষার্থীরা ভয়ের মধ্যে দিন কাটিয়েছে। মাদরাসার আলেম ও শিক্ষার্থীদের ওপর ইসলাম বিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছে। 

তথ্য উপদেষ্টা এরপর বলেন, রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ, রাষ্ট্র তাদের সমান চোখে দেখবে।

মাহফুজ আলম আরও বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, তাদের উচিত দল-মত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করা। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সবার অধিকার রক্ষায় কাজ করবেন।

বিজ্ঞাপন

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, প্রভাষক ইসহাক আলী, সহকারী অধ্যাপক সালমান ফারসি, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি খায়রুল আনাম ও ছাত্র সংসদের জিএস সাইদুল ইসলাম প্রমুখ।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |