দিনাজপুরের পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগর সংখ্যালঘু এলাকায় হামলা, বাড়ি-ঘর ভাংচুর অগ্নিসংযোগ মালামাল লুটপাট এবং অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকিদানের প্রতিবাদে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শনিবার রংপুর নগরীর প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
রংপুর জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের আহ্বানে এসব কর্মসূচিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদসহ বিভিন্ন জন অংশ নেয়।
সকাল ১০টা থেকে রংপুর প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালনকালে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের নেতা বনমালী পাল, সুশান্ত ভৌমিক, অজয় প্রসাদ বাবন, ধীমান চন্দ্রসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা পার্বতীপুরে ও কুমিল্লার মুরাদনগরে হিন্দু পল্লীতে উগ্রবাদী সন্ত্রাসীরা যে নারকীয় তাণ্ডব চালিয়েছে তা সভ্য সমাজে আশা করা যায় না। কিন্তু ঘটনার মূলহোতাসহ সন্ত্রাসীদের এখনও গ্রেপ্তার করছে না প্রশাসন।
সমাবেশ থেকে অবিলম্বে সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করার দাবি জানানো হয়। সমাবেশে লালমনিরহাটের বুড়িমারীতে ধর্ম অবমাননার নামে জুয়েল নামে এক যুবককে পিটিয়ে পুড়িয়ে তার মরদেহ পুড়িয়ে ভস্মিভূত করার ঘটনার নিন্দা জানিয়ে বলা হয় এখনও সেই ঘটনার মূল আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। গণঅবস্থান শেষে দুপুর সাড়ে বারটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেবি