ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

থানার ফাঁড়ি থেকে পালানো আসামি পার্বতীপুরে গ্রেপ্তার

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ০৩:১৯ পিএম


loading/img

দিনাজপুরের নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে গ্রিল ভেঙে পালানো মাদক মামলার আসামি রয়েলকে পার্বতীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, গত রোববার যৌথ বাহিনীর অভিযানে ৩ বোতল ফেনসিডিলসহ আটককৃত আসামি উপজেলার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে জমা দেয়। পরে সেখান থেকে হাজতের জানালার গ্রিল ভেঙে আসামি রয়েল পালিয়ে যায়। পরে মঙ্গলবার রাতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার পার্বতীপুর মধ্যপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। 

পরে মাদক মামলা এবং হাজত থেকে পালানোর অভিযোগে মামলা দায়েরপূর্বক দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |