ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ফরিদপুরে তৃতীয় দিনের মতো  করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ফরিদপুর, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ , ০৬:৪৭ পিএম


loading/img
ফাইল ছবি

বাংলাদেশের বিভিন্ন জেলার ন্যায় ফরিদপুরেও তৃতীয় দিনের মতো চলছে করোনা টিকা প্রদান কর্মসূচি। ফরিদপুর জেনারেল হাসপাতালসহ জেলার প্রতিটি উপজেলায় করোনা টিকা কেন্দ্রে এ টিকা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

ফরিদপুরের সিভিল সার্জন মো.সিদ্দিকুর রহমান জানান, আজ মঙ্গলবার পর্যন্ত জেলায় ১৪শ ব্যক্তিকে করোনা টিকা প্রদান করা হয়েছে।

তিনি বলেন যাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হচ্ছে তাদেরকে টিকা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ টিকা কার্যক্রম ফরিদপুর জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ হাসপাতালসহ উপজেলা হাসপাতালগুলোতে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত রেজিস্ট্রেশনের মাধ্যমে সকলকে প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ টিকা নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছিলো তা এখন কেটে গেছে। এদিকে এ পর্যন্ত টিকা নেয়া কোনও ব্যক্তির কোনও ধরনের সমস্যা হয়নি বলেও সিভিল সার্জন জানিয়েছেন।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |