নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা কবির হোসেন খুন হয়েছেন।
রোববার (৩০ মার্চ) সকালে উপজেলার মাহামুদপুর ইউনিয়নের সালমদী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কবির হোসেনের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রবাস ফেরত দ্বিতীয় ছেলে সজীবের সাথে বাবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে লাঠি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করে পালিয়ে যায়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান,পারিবারিক কলহের জের ধরে ছেলে বাবাকে পিটিয়ে হত্যা করে সে পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
আরটিভি/টি