ঢাকা

“আমি একটু মদ খাইছি, তাই বলে থানায় আসতি পারবো না”

যশোর প্রতিনিধি

বুধবার, ১০ মার্চ ২০২১ , ০৬:৫২ পিএম


loading/img

মাদক সেবন করে থানায় এসে আর এক মাদকসেবীর বিরুদ্ধে অভিযোগ করতে এসে ফেঁসে গেলেন আসাদুজ্জামান অভি নামে এক ব্যক্তি। 

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত দশটার দিকে কোতয়ালী থানায় এই ঘটনা ঘটেছে। আটক আসাদুজ্জামান অভি যশোর শহরতলীর বিরামপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

যশোর কোতয়ালী থানার ওসি (অপারেশন) আবু হেনা মিলন বলেন, ‘অভি নামে এক মাতাল রেলস্টেশন সুইপার কলোনি থেকে মদ খেয়ে এসে আর এক মাতালের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছিল। তার সমস্ত শরীর দিয়ে চোলাই মদের দুর্গন্ধ আসছিল। এসপি স্যার যেখানে মাদকের বিরুদ্ধে অলিখিত জেহাদ ও যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে মাদক সেবন করে থানায় এসে পরিবেশ বিনষ্ট করছিল ওই লোক। এটা আইন আমলে পড়ে। একারণে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে আজ বুধবার আদালতে পাঠানো হবে।’

বিজ্ঞাপন

আটক অভি বলেন, “আমি একটু মদ খাইছি। তাই বলে থানায় আসতি পারবো না! পুলিশ খারাপ! একজনের বিরুদ্ধে অভিযোগ করলাম আর পুলিশ আমাকেই আটক করলো”।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |