হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কেবিনের দরজা ভেঙে বীরেশ দাশ (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা মরদেহ উদ্ধার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। বুধবার (১৭ মার্চ) মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত কেবিনের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
বীর মুক্তিযোদ্ধা বীরেশ দাশ হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার বাসিন্দা। গত ১ মার্চ কিডনিজনিত রোগসহ বিভিন্ন রোগে সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা তাকে একা রেখে বাসায় চলে যান। বুধবার সকালে তার ছেলে এসে দরজা বন্ধ পেলে ডাকাডাকি করা হয়। কিন্তু কেবিনের ভেতর কোনো শব্দ না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে সবার উপস্থিতিতে দরজা ভেঙে দেখে বীরেশ দাশ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বীরেশ দাশের ছেলে বিজয় দাশ বলেন, বুধবার সকালে হাসপাতালের কেবিনে ডাকাডাকি করলে কোন শব্দ পাওয়া যায় না। পরে কেবিনের দরজা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন বলেন, পুলিশ ও বীরেশ দাশের ছেলের উপস্থিতিতে দরজা ভেঙে কেবিনে প্রবেশ করা হয। পরে দেখা যায় বেডের নিছে মরদেহ পড়ে রয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
এফএ