নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের চাপায় আবদুল হাই (৬০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। রোববার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার মরজাল ইউনিয়নের ধুকুন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বীর মুক্তিযোদ্ধা মরজালের চর ধুকুন্দি গ্রামের সুরুজ মিয়ার ছেলে আবদুল হাই (৬০)।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই রোববার (১৫ আগস্ট) বিকেলে বাড়ি থেকে বের হয়ে ঢাকা সিলেট মহাসড়কের মরজাল অংশের রাস্তার পাশ দিয়ে আসছিলেন। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সামনের অপর আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভৈরব হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন আরটিভি নিউজকে বলেন, স্থানীয়দের সহায়তায় এরই মধ্যে বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার পর সামান্য যানজট সৃষ্টি হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।
জিএম