ঢাকা

প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে, গ্রেপ্তার প্রেমিক

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৭ এপ্রিল ২০২১ , ০৫:২৬ পিএম


loading/img
প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে, গ্রেপ্তার প্রেমিক

বাগেরহাটের ফকিরহাট উপজেলার রাজপাট এলাকায় প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে ভুক্তভোগী ওই মেয়েটি তার আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগ এনে ফকিরহাট থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃত অনিক বসু (২০) ফকিরহাটের মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামের অমল বসুর ছেলে।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, অনিক বসুর সঙ্গে ভুক্তভোগী ওই মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। সেই সুযোগে অভিযুক্ত অনিক বসু মেয়েটির ফেসবুকের পাসওয়ার্ড নেন। এর পরে সম্পর্কের অবনতি ঘটলে অনিক মেয়েটির ফেসবুক আইডি থেকে বিভিন্ন আপত্তিকর ছবি পোস্ট করেন। এ সময় বিষয়টি টের পেয়ে মেয়েটি এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ফকিরহাট থানার এস আই নূর আলম জানান, ভুক্তভোগী মেয়েটির অভিযোগের ভিত্তিতে আমরা অনিককে গ্রেপ্তার করেছি। পরবর্তী সময় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

জিএম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |