ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

‘ফেসবুকে ছবি ও ভিডিও আপলোড করা নিষেধ’

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ , ০৩:৪৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং বিভ্রান্তিকর স্ট্যাটাস দিতে নিষেধ করেছে বাংলাদেশ রেলওয়ে। কেউ এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রধান যন্ত্র প্রকৌশলীর (পশ্চিম) পক্ষে যন্ত্র প্রকৌশলী (সদর) মো. ফজলে রব স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়।

আদেশে বলা হয়, পশ্চিমাঞ্চল যান্ত্রিক বিভাগের আওতাধীন বিভিন্ন বিভাগে কর্মরত রানিং ও ফিটিংস কর্মচারীরা কর্তব্যকালীন সময়ে সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকতে দেখা যায় এবং ডিউটিরত সময়ে কর্তব্যকালীন কার্যক্রমের বিষয়সংক্রান্ত (লোকোমোটিভ ও ক্যারেজ) স্টোরি, ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেন, যা মোটেও কাম্য নয় এবং শৃঙ্খলা পরিপন্থী।

বিজ্ঞাপন

নির্দেশনায় আরও বলা হয়, যদি কোনো রানিং এবং ফিটিংস কর্মচারীরা ভবিষ্যতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রোলিং স্টকসংক্রান্ত স্টোরি, ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করা থেকে বিরত না থাকে, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |