ঢাকা

চাকরি দেয়ার কথা বলে কিশোরীকে দলবেঁধে ধ'র্ষণ

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ , ১০:০৪ এএম


চাকরি দেয়ার কথা বলে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ
প্রতীকী ছবি

চট্টগ্রামে পোশাক কারখানায় চাকরি দেয়ার কথা বলে কিশোরীকে ৯ দিন ধরে জিম্মি রেখে দলবেঁধে ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বিজ্ঞাপন

আরও পড়ুন...প্রেম মেনে না নেওয়ায় ভাই-বোনের আ'ত্মহত্যা!

বুধবার (১৬ জুন) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (১৫ জুন) রাতে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় একটি বাসা থেকে তাদেরকে  গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জসিম উদ্দিন (২৭), মো. নুরুল আজিম (২৮), মো. জাবের আহাম্মদ (৪৮) ও  মোহাম্মদ নবী (২২)। 

মো. নুরুল আবছার বলেন,  জাবের ছাড়া বাকি ৩ আসামির বাড়ি বাঁশখালী উপজেলায়। ভুক্তভোগীকে জসিম  এক বাসায় এনে জিম্মি করে রাখে। উদ্ধারের পর মেয়েটি জানিয়েছে, ওই বাসায় তাকে প্রথমে জসিম এবং পরবর্তী সময়ে অন্যরা মিলে প্রতিদিন পালাক্রমে ধর্ষণ করেছে। তাকে চাকরি দেয়ার পাশাপাশি বিয়ের আশ্বাসও দেয় জসিম। গ্রেপ্তারকৃত ৪ জনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের হয়েছে।

বিজ্ঞাপন

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |