গাজীপুরের শ্রীপুর উপজেলায় শিশুকে (৩ মাস) চুরির ছয় দিন পর উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম নিজ কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। শুক্রবার (৭ এপ্রিল) উপজেলার মুলাইদ পশ্চিমপাড়া গ্রামের সুবেদ আলীর বাসা থেকে শিশুটিকে উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নেত্রকোনার বারহাট্টার বাউশি গ্রামের আব্দুল গণির মেয়ে আল্পনা আক্তার রুবিনা (২৫), তার সহযোগী দুর্গাপুর উপজেলার হাবিআলী গ্রামের আবুল কাশেমের স্ত্রী ফাতেমা (৩৫) এবং তার ছেলে রফিকুল ইসলাম (১৯)।
ভুক্তভোগী শিশুটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে। স্ত্রী-সন্তান নিয়ে জয়দেবপুর থানার শিরিরচালা এলাকার মাজহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন ফিরোজ।
মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই আব্দুল মমিন জানান, গত ২ এপ্রিল শিশুসন্তানকে দাদির কাছে রেখে কর্মস্থলে যান বাবা-মা। পরে একই দিন সকাল সাড়ে ১০টায় শিশুটি কাঁদছিল। এ সময় শব্দ শুনে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া রুবিনা এসে কান্না থামানোর কথা বলে শিশুটিকে কোলে নেন এবং তার দাদিকে দুধ গরম করে আনতে বলেন। পরে দাদি দুধ গরম করতে যাওয়ার সুযোগে শিশুটিকে নিয়ে পালিয়ে যান রুবিনা। এ ঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেন। পরে আসামিদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবিনা জানান, লালন পালন করার জন্য শিশুটিকে চুরি করেছেন। ইতোমধ্যে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। পরে শিশুটিকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ছানোয়ার হোসেন, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিরাজুল ইসলাম ও জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন।