মোংলায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আব্দুল হক হাওলাদারকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ আগস্ট) সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে রোববার (১ আগস্ট) রাত সাড়ে ১২টায় ভুক্তভোগী মেয়ে বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আব্দুল হক হাওলাদারকে (৭০) বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের বাসিন্দা। তিনি পাঁচ সন্তানের জনক।
মামলার বরাত দিয়ে ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, পৌর শহরের মোর্শেদ সড়কে নুরুন্নাহার রোমানার বাড়িতে আব্দুল হক হাওলাদার তার মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। মেয়ের স্বামী আসাদ শেখ খুলনায় দিন মজুরি কাজ করেন। গত ৩০ জুলাই রাত সাড়ে ১২টায় স্বামীর অনুপস্থিতিতে তার বাবা আব্দুল হক হাওলাদার রুমে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরের দিন রাতে আবারও একই ঘটনা ঘটাতে গেলে মেয়ে চিৎকার করলে বাবা তার নিজ রুমে চলে যান।
পরে মানসিক যন্ত্রণায় এ ঘটনা তাদের বাড়িওয়ালা নুরুন্নাহারকে জানালে ভুক্তভোগীকে নিয়ে থানায় আসে নুরুন্নাহার। এ সময় বিস্তারিত শুনে এ ঘটনায় বাবা আব্দুল হক হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রোববার (১ আগস্ট) রাত সাড়ে ১২টায় ধর্ষণ মামলা নেয় পুলিশ। এদিকে একই দিন রাতে শহরের সেই সিগনাল টাওয়ার এলাকার তার এক আত্মীয়ের বাসা থেকে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সোমবার (২ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী।
জিএম/পি