ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মায়ের সামনে মেয়েকে ধর্ষণ মামলায় ৩ জনের ফাঁসি

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ , ০২:২৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলায় মায়ের সামনে মেয়েকে ধর্ষণ মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম ও মো. লাতু। খালাস পাওয়া ব্যক্তি হলেন, মোহাম্মদ ফারুক।

বিজ্ঞাপন

জানা গেছে, সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন থেকে ২০০৩ সালের ১৩ মে রাতে মা-মেয়েকে তুলে নিয়ে যান জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, লাতু ও মোহাম্মদ ফারুক। পরে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ করে। এরপর এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এদিকে ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার জানান, ধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার সময় আদালতে মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |