ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মায়ের সামনে মেয়েকে ধর্ষণ, যুবদলকর্মী গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ , ১০:৪৫ এএম


loading/img

ফেনীতে দলবদ্ধ ধর্ষণের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যুবদলকর্মী জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দাইয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) রাতে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক মাহবুব আলম সরকারের নেতৃত্বে পুলিশ তাকে ফেনী শহরের মিজান রোড থেকে গ্রেপ্তার করে। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যুবদলকর্মী জাহাঙ্গীর হোসেন সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা। 

বিজ্ঞাপন

জানা গেছে, ২০০৩ সালে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের এক হিন্দু ধর্মাবলম্বী কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনার জন্য ভুক্তভোগীর মা স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করেন। পরদিন ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। তবে এ ঘটনার ১৯ বছর পর গত ১৪ জুলাই ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জাহাঙ্গীরসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেন।

জাহাঙ্গীরের গ্রেপ্তারের খবরে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী কিশোরীর মা মুঠোফোনে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির ভয়ে ১৯টি বছর ভিটেমাটি ছাড়া হয়ে পালিয়ে বসবাস করছি। অন্য দুই আসামিকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি। 

সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দাইয়ান জানান, ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর গ্রেপ্তার এড়াতে জাহাঙ্গীর ঘন ঘন অবস্থান পরিবর্তন করে। সর্বশেষ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ২০০৩ সালে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে দুই বছর কারাভোগের পর মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |