ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঘুম থেকে ডেকে তুলে উঠানেই যুবকের মাথায় গুলি

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১ , ০৯:৫৫ এএম


loading/img
ফাইল ছবি

কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ভাদালিয়া ইউনিয়নের দরবেশপুর গ্রামের মুন্তা মণ্ডলের ছেলে রাজু আহম্মেদ (৩৭)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

নিহতের পরিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজু বাসায় ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ি ঘেরাও করে রাজুকে তার ঘর থেকে বের করে নিয়ে যায়। পরে বাড়ির উঠানেই তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় পরিবারের লোকজন রাজুকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম আরটিভি নিউজকে জানান, সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মামুন ও বক্কার গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছিল। ধারণা করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 

তিনি আরও জানান, নিহত রাজু আহম্মেদ মামুন গ্রুপের সমর্থক। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |