মাগুরা পুলিশ লাইনস ব্যারাকের ছাদে মাথায় গুলি করে ‘আত্মহত্যা’ করা পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসানের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিষাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রাত ১০টার দিকে মাহমুদুল হাসানের বাবা পুলিশ সদস্য এজাজুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে মাহমুদুল হাসানের জানাজা শেষে পিপুলবাড়িয়া দক্ষিণপাড়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এজাজুল হক বলেন, মৃত্যু নিয়ে আমার কোনো অভিযোগ না থাকার মামলা করা হয়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কামরুল হাসান বলেন, বুধবার (২০ জুলাই) রাতে ডিউটি থেকে ফিরে মাহমুদুল আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ব্যারাকের চারতলার ছাদে যান। এ সময় নিজের নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণে এখনও জানা যায়নি।