তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে মঙ্গলবার (২ নভেম্বর) দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভায় সকাল ৮ থেকে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। ঘোড়াঘাটে এই প্রথমবার ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে। এ পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ৯ জন প্রার্থীর ভোটগ্রহণ করা হচ্ছে।
ঘোড়াঘাট পৌরসভায় ৯টি ভোটকেন্দ্রে মোট ১৯ হাজার ৯৪৭ জন ভোটার সকাল ৮ টা থেকে ৪টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রদান করবেন। সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পৌরসভার ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৪টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন প্রশাসন। সেই জন্য ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
এমআই