পুকুর খননের সময় মিলল দুটি কষ্টি পাথরের মূর্তি

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ০৫:১৫ পিএম


পুকুর খননের সময় মিলল দুটি কষ্টি পাথরের মূর্তি
ছবি: আরটিভি

দিনাজপুরের নবাবগঞ্জে পুকুর খননের সময় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর উত্তরপাড়া এলাকা থেকে এ মূর্তি উদ্ধার করা হয়। 

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক বলেন, নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর রাজবাড়ী গ্রামের আনিছার রহমানের বড়দিঘি নামক পুকুর খনন করার সময় শ্রমিকরা কষ্টিপাথর দেখতে পায়। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে খবর দেন। আমিসহ সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করি। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সোমবার একই স্থান থেকে ২৭ কেজি ওজনের আরও একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছিল। পরে উদ্ধারকৃত দুটি মূর্তি দিনাজপুর ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে। 

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission