ইভিএম স্লো, সময় শেষেও ভোটগ্রহণ

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৮ নভেম্বর ২০২১ , ০৭:৪২ পিএম


ইভিএম স্লো, সময় শেষেও ভোটগ্রহণ
সময় শেষেও ভোটগ্রহণ

টাঙ্গাইলে ভোট প্রদানের নির্ধারিত সময় (বিকেল ৪টা) পার হওয়ার পরেও পৌরসভার ৬নং ওয়ার্ডের ঘাটাইল প‌শ্চিমপাড়ার তাহ‌ফিজুল কোরআন এব‌তেদায়ি নুরানি মাদরাসায় ভোটগ্রহণ চলে।

বিজ্ঞাপন

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটার‌দের দীর্ঘ লাইন দেখা যায়। শতশত নারী-পুরুষকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে হয়।

জানা যায়, বিকেল পৌনে ৫টা পর্যন্ত এই কেন্দ্রে ২ হাজার ৯৮ ভোটা‌রের ম‌ধ্যে প্রায় ১ হাজার ৩৬৮ ভোটার তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ করে।

বিজ্ঞাপন

কেন্দ্রে আসা ভোটারদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ি‌য়ে থাকেন তারা। খুবই ধীরগতিতে চলে ভোটগ্রহণ। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়তে হয়েছে ভোটারদের।

নির্বাচন-সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘাটাইল পৌরসভায় এই প্রথম ইলেকট্রনিক ভো‌টিং মে‌শি‌নের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ কারণে ভোটগ্রহ‌ণে ধীরগতি হ‌য়। এছাড়া দীর্ঘক্ষণ মে‌শিন চালু থাকায় সে‌টি স্লো (ধীরগ‌তি) হয়ে যা‌য়।

তাহ‌ফিজুল কোরআন এব‌তেদায়ি নুরানি মাদরাসা কে‌ন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান আরটিভি নিউজকে ব‌লেন, নির্ধা‌রিত সম‌য়ের ম‌ধ্যে এই কে‌ন্দ্রে প্রায় ৬০ শতাংশ ভোট প‌ড়ে‌। এরম‌ধ্যে ইভিএম মে‌শিন দীর্ঘক্ষণ চালু থাকায় ঠিকমতো কাজ করছে না। অনেক ভোটা‌রের হা‌তের আঙুলের ছাপ না আসায় ভোটগ্রহ‌ণে দে‌রি হ‌য়।

বিজ্ঞাপন

এমআই/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission