ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

হিলিতে জেঁকে বসেছে শীত, বৃষ্টির সম্ভাবনা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ , ০৮:৪৩ এএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

দিনাজপুরসহ উত্তরাঞ্চলজুড়েই এখন তীব্র শীত। আর এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। শীতের তীব্রতার কারণে অনেকেই কর্মহীন দিন কাটাচ্ছেন। 

বিজ্ঞাপন

শফিকুল ইসলাম নামে এক বৃদ্ধ জানান, হিলিতে সকালবেলা শীত বেশি। দুপুরে একটু গরম তবে বিকেল থেকে আবার শীতের প্রকোপ বেড়ে যাচ্ছে। এই অবস্থায় কাজ করতে খুব কষ্ট হচ্ছে। সেই জন্য কয়েক দিন থেকে কাজে যাইনি।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সোমবার (২৭ ডিসেম্বর) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ, বাতাসের  গতিবেগ ঘণ্টায় ৩ থেকে ৪ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।  সকাল ৯ টায় চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, চলতি মাসের একেবারেই শেষের দিকে (২৯ তারিখ বা এর আশে পাশে) দেশের উত্তর- পশ্চিমাঞ্চলের ২ থেকে ১ স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কমতে পারে। সেই সঙ্গে  নতুন করে ১টি শৈত্যপ্রবাহ দেশের কিছু স্থানে বিরাজ করতে পারে। 

জিএম/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |