দিনাজপুরের হিলিতে চলতি বোরো মৌসুমে ন্যায্যমূল্যে কৃষক ও মিলারদের নিকট থেকে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে হিলি এলএসডি খাদ্যগুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
উপজেলার বিশাপাড়া গ্রামের কৃষক আল ইমরানের নিকট থেকে ৩ টন ধান ক্রয়ের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চলতি মৌসুমে উপজেলায় ৩৬ টাকা কেজি দরে কৃষকদের নিকট থেকে ৫৪৮ টন ধান ও ৪৯টাকা কেজি দরে মিলারদের নিকট থেকে ৪০৯ টন চাল ক্রয় করা হবে। এ সময় সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা বানু, খাদ্যগুদাম কর্মকর্তা সাজেদুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরটিভি/এমকে-টি