গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১ মাসে ১১টি জেব্রা, ১টি বাঘ ও ১টি সিংহী মারা যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছেন।
তদন্ত কমিটির প্রধান বন পরিবশে ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক আরটিভি নিউজকে নিশ্চিত করে জানান, গতকাল রোববার (২০ ফেব্রুয়ারি) ছিল তদন্ত প্রতিবেদন জমাদানের শেষ দিন। ওই দিনই প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা প্রতিবেদনে প্রাণী মৃত্যুর কারণ চিহ্নিত করার বিষয়ে কিছু বলতে চাননি।
এটি মন্ত্রণালয় থেকে জানানো হবে জানিয়ে তিনি আরটিভি নিউজকে বলেন, কমিটি সম্মিলিতভাবে ১৮ পৃষ্ঠার মূল প্রতিবেদন তৈরি করেন। এতে নানা পরামর্শ হিসেবে আরও পাতা যুক্ত করা হয়েছে।
২৬ জানুয়ারি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে আহ্বায়ক এবং পরিবেশ-২ শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। পরে আবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ আরও ১০দিন সময় বাড়িয়ে দেন এবং তদন্ত কমিটিতে তিনজনকে যুক্ত করা হয়েছে। এ ছাড়াও সহযোগী বা পরামর্শক হিসেবে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আরও তিনজনকে যুক্ত করা হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন, ঢাকার বন সংরক্ষক এবং কেন্দ্রীয় পশু হাসপাতালের প্রাক্তন চিফ ভেটেরিনারি অফিসার ডা. এ বি এম শহীদুল্লাহ। পরে যুক্ত হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অনুষদের অধ্যাপক মো. আবু হাদী নূর আলী খান, কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের (সিডিআইএল) প্রধান মো. আজম চৌধুরী ও জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে একজন অতিরিক্ত জেলা প্রশাসক।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে পার্কে ১১টি জেব্রা, ১টি বাঘ ও ৩ ফেব্রুয়ারি একটি সিংহী মারা যায়। ওইসব প্রাণীর মৃত্যু নিয়ে তদন্ত কমিটি গঠন এবং তদন্তের স্বার্থে পার্কের শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।