ঢাকা

একসঙ্গে ৩ পুত্রসন্তানের জন্ম দিলেন আনসার সদস্য

কুড়িগ্রাম প্রতিনিধি|আরটিভি নিউজ

বুধবার, ০৬ এপ্রিল ২০২২ , ০৬:৫০ পিএম


loading/img

কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপি সদস্য রুজিনা খাতুন একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে তিন পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

বিজ্ঞাপন

রুজিনার স্বামী জেলা আনসারের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙা জানান, ২০১৩ সালে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বাঙ্গালপাড়ার ইয়াকুব আলী খন্দকারের মেয়ে রুজিনা খাতুনের সাথে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হই। কিন্তু আমার স্ত্রীর গাইনি সমস্যা থাকায় পাঁচ বছর পর্যন্ত কোন সন্তান হয়নি। পরে চিকিৎসকের পরামর্শে পাঁচ বছর পর একটি পুত্র সন্তানের জন্ম হয়। 

তিনি আরও জানান,  চার বছর পর রুজিনা আবারও অন্তঃসত্ত্বা হলে আল্ট্রাসনোগ্রাম করে জানা যায় তার গর্ভে তিনটি সন্তান রয়েছে। এতে রুজিনা ভীত হয়ে যায় এবং নিয়মিত চেকআপ করে দুটি ছেলে সন্তানের তথ্য জানা যায়। অপর সন্তান ছেলে নাকি মেয়ে তা জানা যায়নি। কিন্তু বুধবার সিজারের মাধ্যমে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দেন তিনি। দেড় মাস আগে সিজার করায় শিশুদের এনআইসিইউতে রাখা হয়েছে। তবে তিন সন্তান ও মা ভালো আছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |