একসঙ্গে ৪ সন্তানের জন্ম, একজনের নাম রাখলেন ইশরাক  

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ মে ২০২৫ , ১২:১১ পিএম


একসঙ্গে ৪ সন্তানের জন্ম, একজনের নাম রাখলেন ইশরাক  
ছবি: আরটিভি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রায়পুর গ্রামের মেয়ে মোছা. তানজিলা আক্তার (২৫) নামে এক নারী বিয়ের পাঁচ বছর পর একসঙ্গে চার সন্তানের মা হয়েছেন। একসঙ্গে জন্ম হওয়া চার সন্তানের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তান রয়েছে। ছেলে সন্তানদের মধ্যে একজনের নাম রাখা হয়েছে মোহাম্মদ ইশরাক।

বিজ্ঞাপন

বুধবার (২১ মে) দুপুর ২টার দিকে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তান জন্ম দেন তিনি।

তানজিলা আক্তার জেলার তারাকান্দা উপজেলার রায়পুর গ্রামের মো. নুরুল ইসলামের স্ত্রী। প্রেমের সম্পর্কের পর পাঁচ বছর আগে তারা বিয়ে করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। ছেলে সন্তানদের মধ্যে একজনের নাম রাখা হয়েছে মোহাম্মদ ইশরাক। অপরজনের নাম রাখা হয়েছে মো. আলী হাসান। তবে দুই মেয়ের নাম এখনও ঠিক করা হয়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. দেলোয়ারা পারভীন ডলি ওই নারীর অস্ত্রোপচার সম্পন্ন করেন। তিনি বলেন, ‌একসঙ্গে চার সন্তান জন্মের ঘটনাটি ব্যতিক্রম। মা’সহ চার সন্তান সুস্থ রয়েছে। রোগীর স্বজনদের সঙ্গে আমরাও আনন্দিত।

একসঙ্গে চার নাতি-নাতনি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তানজিলার মা নুরজাহান বেগম। তিনি জানান, নারায়ণগঞ্জের চাষাড়া এলাকার কসমেটিকস ব্যবসায়ী নুরুল ইসলামের সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় তানজিলার। চলতি বছর অন্তঃসত্ত্বা হন তানজিলা। বুধবার (২১ মে) প্রসব ব্যথা উঠলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে আমরা ভয়ে থাকলেও জন্মের পর থেকে আমার ৪ নাতি-নাতনিই ভালো আছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে হেলথ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শ্রী রঞ্জণ নন্দী বলেন, বুধবার ওই নারী আমাদের হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর থেকেই তাকে অত্যন্ত যত্নশীল ও সাবধানতার সঙ্গে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সিজার করা হয়। তারা আমাদের হাসপাতালে এখনো চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission