নারায়ণগঞ্জের ফতুল্লায় জাহিদ হাসান নামে এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ এপ্রিল) ভোরে মাসদাইর তালা ফ্যাক্টরী এলাকায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জাহিদ কুমিল্লার দেবিদ্বারের শ্রীপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে। তিনি নারায়ণগঞ্জের মাসদাইর কবরস্থান এলাকায় শোভন গার্মেন্টসের প্রিন্ট সেকশনের অপারেটর হিসেবে কর্মরত ছিল।
স্থানীয়রা জানান, সোমবার ভোরে মাসদাইর তালা ফ্যাক্টরী এলাকায় জিহাদকে পড়ে থাকতে দেখে স্থানীয়া হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।