নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আজহারুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। পরে কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। এ সময় তারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আজহারুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার একটি ঝুটের গোডাউনে আগুনের সংবাদ পাই। পরে আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টা যাবৎ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও ক্ষতির পরিমাণ বলতে পারছি না। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
আরটিভি/এমকে/এআর