সাভারের আশুলিয়ার জঙ্গি আস্তানা থেকে ২ ‘জঙ্গি’ আত্মসমর্পণ করেছেন এবং আস্তানার ভেতরে আরো দুই জঙ্গি আছে বলে জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
এর আগে মুফতি মাহমুদ খান জানান, টিনশেড ওই বাড়ির ভেতরে একাধিক জঙ্গি রয়েছে।
রোববার সকালে র্যাবের স্পেশাল ফোর্স ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি শুরু হয়।
এদিকে এ ঘটনায় ওই বাড়ির মালিক ইব্রাহীমকে আটক করা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন র্যাব সদস্যরা।
বাড়ির মালিক ইব্রাহীমের বরাত দিয়ে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, আজাদ নামের এক লোক গার্মেন্টস কর্মী পরিচয়ে দু’মাস আগে বাড়িটি ভাড়া নেন।
শনিবার রাত ৩টার দিকে র্যাব-৪ এর একটি দল নয়ারহাট এলাকার চৌরাবালি এলাকায় ইব্রাহীম নামে এক ব্যক্তির টিনশেডের ওই বাড়িটি ঘিরে রাখে।
র্যাব-৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি লুৎফুল কবীর জানান, গেলো কয়েকি দিন ধরে ওই জঙ্গিদের ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছিলাম। পরে তাদের এই আস্তানার বিষয়ে নিশ্চিত হয়ে বাড়িটি ঘিরে ফেলা হয়।
তিনি জানান, অভিযানের শুরুতেই আস্তানার ভেতরে থাকা ‘জঙ্গিরা’ র্যাব সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। সকালে আবারো গুলি এবং বোমাও ছোড়ে ‘জঙ্গিরা’। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন।
এছাড়া বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য মাইকিং করা হলেও তাতে তারা সাড়া দেয়নি। নিরাপত্তার স্বার্থে আশপাশের বাড়িগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছিলেন, প্রথম থেকেই আমরা জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছি। এখন পর্যন্ত সেটি বহাল আছে। আমরা একটু ওয়েট করছি তাদের রেসপন্স দেখার জন্য। আমরা চেষ্টা করছি জঙ্গিদের আত্মসমর্পণ করানোর।
এসএস