ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কুলাউড়ায় আরও জঙ্গি আস্তানা, মঙ্গলবার সকালে অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি,আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ , ০২:১৮ এএম


loading/img

মৌলভীবাজারের কুলাউড়ার পাহাড়ে আরও জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে সেখানে অভিযান চালাবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম।

বিজ্ঞাপন

সোমবার (১৪ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান।

সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, সোমবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে জঙ্গি সন্দেহে ১৭ জনকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। আটককৃতরা জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি।

বিজ্ঞাপন

সিটিটিসি প্রধান বলেন, আগেই বলেছিলাম তাদের আরও আস্তানা এখানে আছে। সেই আস্তানা থেকে আজ তারা পালানোর চেষ্টা করছিল। তারপর তাদের আটক করে স্থানীয়রা।

তিনি বলেন, আগামীকাল (মঙ্গলবার,১৫ আগস্ট) সকালে ওই এলাকায় আবার অভিযান চালাব। অভিযানের স্বার্থে তাদের পরিচয় কিংবা অন্য কিছু নিশ্চিতভাবে বলা যাবে না।

এর আগে শুক্রবার রাত থেকে কর্মদা ইউনিয়নের পূর্ব টাট্টিওয়ালি গ্রামের বাইশালী বাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ জন নারী-পুরুষ ও তিন শিশুকে আটক করেছিল সিটিটিসি ইউনিট।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |