ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

কটেজে টর্চার সেলের সন্ধান

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৮ আগস্ট ২০২২ , ০৫:২৫ পিএম


হোটেল-মোটেল জোনে টর্চার সেলের সন্ধান
ছবি : সংগৃহীত

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে টর্চার সেলের সন্ধান মিলেছে। যেখান থেকে চার জনকে জিম্মিদশা থেকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। গতকাল রোববার (৭ আগস্ট) রাত ১১টা থেকে সোমবার (৮ আগস্ট) ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে ১১ দালালকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম ব্রিফিংয়ে জানান, কক্সবাজার শহরের কলাতলীর কটেজ জোন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করা হয়। অভিযানে সাইনবোর্ড ছাড়া শিউলি কটেজ হিসেবে পরিচিত একটি প্রতিষ্ঠানে গেলে তালাবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। নানাভাবে তালা খুলতে বলার পরও তালা খুলে না দেওয়ায় সেই তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। ভেতরে প্রবেশ করে দেখা যায়, সংঘবদ্ধ অপরাধীরা বিকল্প একটি পথে পালিয়ে যায়। এই সময় একটি কক্ষে জিম্মিদশা থেকে উদ্ধার করা হয় চারজনকে। একইসঙ্গে ওই কক্ষ থেকে নির্যাতন করার নানা উপকরণও জব্দ করা হয়। উদ্ধার করা হয় চারজনকে। 

তিনি জানান, সেখানে ৫ থেকে ৬ জন ছেলে ও তিনজন নারী ছিল। দালালের মাধ্যমে প্রলোভন দেখিয়ে পৃথকভাবে তাদের ওই কটেজে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রবেশের পর সঙ্গে থাকা নারীদের সঙ্গে নানা আপত্তিকর ছবি তুলে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। হাতিয়ে নেওয়া হয় সব টাকাপয়সা। আরও টাকার জন্য পরিবারকে জানাতে তাদের ওপর নির্যাতন চালানো হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, এ রকম আরও কয়েকটি কটেজে জিম্মি করে নির্যাতনের তথ্য রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। পরে কটেজ জোনে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের দালাল চক্রের ১১ জনকে আটক করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |