ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ঈদগাঁও থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০৫:২৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

কক্সবাজারের ঈদগাঁও থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে ব্রিজের নীচ থেকে। 

বিজ্ঞাপন

শনিবার গভীর রাতে স্থানীয় মেম্বারের দেওয়া তথ্যে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম গজালিয়া ব্রিজের নীচ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মছিউর রহমান বলেন, ইসলামাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য নাঈমুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১টি দুনলা বন্দুক, ১টি হেলার, ১টি গ্যাস মাস্ক, ২টি গামবুট, ১টি রেলিং-পাইপ, ১টি লেগগার্ড ও অস্ত্রের ২টি সিনিং।

বিজ্ঞাপন

এলাকাবাসী বলেন, জুলাই বিপ্লবের শেষদিনে গত ৫ আগস্ট পুলিশের গুলিতে ঈদগাঁও থানার সামনে অসংখ্য বিক্ষোভকারী আহত হন। এরপর বিক্ষুব্ধ জনতা থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। একপর্যায়ে নুরুল মোস্তফা নামে এক বিক্ষোভকারী নিহত হন। এ ঘটনার পর অজ্ঞাতনামা ৪ হাজার জনকে আসামি করে মামলা করে পুলিশ।

এদিকে উক্ত এলাকার ৯নং ওয়ার্ডে ফেলে রাখা পরিত্যক্ত অস্ত্রের খবর ৮ নং ওয়ার্ডের মেম্বার নাঈমুল ইসলাম কিভাবে জানলেন এ নিয়েও রহস্যের সৃষ্টি হয়েছে। 

ওসি আরও বলেন, উপরোক্ত মামলার আলামত হিসাবে অস্ত্রগুলো জব্দ করা হয়েছে ও জব্দকৃত অস্ত্র কারা ফেলে গেছে তা তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |