ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই প্রিয়কুঞ্জ পার্ক এলাকায় কথা-কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৭ আগস্ট) রাতে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সদর উপজেলার চুরখাই গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. আসাদ (১৮)। তিনি বালুশ্রমিক হিসেবে কাজ করতেন।
জানা গেছে, আসাদ সোমবার রাতে চুরখাই প্রিয়কুঞ্জ পার্ক এলাকায় কয়েকজন বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। পরে সেখানে হঠাৎ কথা-কাটাকাটির জেরে আসাদকে তার বন্ধুদের কেউ একজন ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।