ঢাকা

স্ত্রী-শাশুড়িকে গলাকেটে যুবকের আত্মহত্যার চেষ্টা

সিলেট (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

শনিবার, ২০ আগস্ট ২০২২ , ০৯:১০ এএম


loading/img
ছবি : সংগৃহীত

সিলেট নগরীর বাদামবাগিচা এলাকায় স্ত্রী ও শাশুড়ির গলাকেটে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. শাহজাহান (৩৬) নামে এক যুবক। গতকাল শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের ৬ নং ওয়ার্ডের বাদাম বাগিচা বকুল মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ এসে রক্তাক্ত জখম অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতরা হলেন- শাহজাহান আহমদ, তার স্ত্রী সুলতানা বেগম ফারজানা ও শাশুড়ি রোকসানা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ধারালো ছুরি দিয়ে তাদের গলা কাটেন শাহজাহান। পরে তার নিজের গলায় ছুরি চালিয়ে আহত হয়ে ফ্লোরে পড়ে থাকেন। পুলিশ ঘটনাস্থলে এসে ধারালো ছুরি উদ্ধার করে৷

বিজ্ঞাপন

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল জাকির বলেন, ঘটনার পর শাহজাহান, তার স্ত্রী ও শাশুড়িকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতে ব্যবহার করা ছুরি ইতোমধ্যে জব্দ করেছে পুলিশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |