ফেনীর ছাগলনাইয়ায় পুকুরের পানিতে ডুবে তানহা (৮) ও তামিম (৭) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার মহামায়া ইউনিয়নের যশপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা টিপু সুলতানের ছেলে-মেয়ে। ছাগলনাইয়ার যশপুরে একটি খামারে কাজ করতেন টিপু। সেখানে পরিবার পরিজন নিয়ে থাকতেন।
সূত্রে জানা যায়, দুপুরে গোসল করতে নেমে দুই ভাই-বোন নিখোঁজ হয়।পরবর্তীতে পুকুরে তাদের মরদেহ পাওয়া যায়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, পুলিশ যাওয়ার আগেই তারা শিশু দুটির লাশ নিয়ে দাফন করার জন্য তাদের গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড়ের কৈয়ারা নিয়ে গেছেন।