ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

ইতেকাফ অবস্থায় মারা গেলেন নুর আলম

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ০৮:১২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ফেনীতে ইতেকাফে থাকা অবস্থায় নুর আলম বাবুল (৫০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় মাতুভূঞা ইউনিয়নের বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নুর আলম বাবুল দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের নুর নবীর ছেলে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী।

তিনি বলেন, ২০ রমজান দিনগত সন্ধ্যা থেকে বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফে বসেন নুর আলম। ভোর সাড়ে ৫টার দিকে খারাপ লাগছে বলে জানান। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিকেল ৩টায় জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |