ফেনীর দাগনভূইয়া-বসুরহাট রোডে সিএনজি অটোরিক্সার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে তিনজন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে এয়াকুবপুর ইউনিয়নের শরিফপুর রাস্তার মাথায় ইউনিক গ্যাস পাম্প (নতুন পোল) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন সিএনজি চালিত অটোরিক্সা ড্রাইভার মো. নজরুল ইসলাম (৩০), অপরজন হলেন যাত্রী রাজিব (২৫)।
বিজ্ঞাপন
দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে দাগনভুইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, আহত নিহতের বিস্তারিত এখনও জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
আরটিভি/কেএইচ