ঢাকাসোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

কুমিল্লা বিশ্ববিদ্যালয় : হল খুললেও স্থগিত পরীক্ষা

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৯ অক্টোবর ২০২২ , ০২:৪১ পিএম


loading/img
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। পরিচয়পত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকছে।

বিজ্ঞাপন

শনিবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের ডাকা এক জরুরি মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মিটিং সূত্রে জানা গেছে, রোববার (৯ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলেছে। শুধুমাত্র বৈধ আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে এবং আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সব ধরনের পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব পরিবহন ব্যতীত অন্যান্য সব ধরনের পরিবহন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রভোস্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বৈধ শিক্ষার্থী বলতে যাদের আইডি কার্ড রয়েছে, শুধু তারা হলে প্রবেশ করতে পারছে। এ ক্ষেত্রে যাদের আইডি কার্ড নেই, তাদেরকে সাময়িক আইডি কার্ড প্রদান করা হবে। সাময়িক আইডি কার্ড প্রদানের দায়িত্বে থাকবেন প্রত্যেক হলের প্রভোস্ট।

এ বিষয়ে শেখ হাসিনা হলের প্রভোস্ট মো. সাহেদুর রহমান জানান, সব শিক্ষার্থীর কাছে এখনও আইডি কার্ড পৌঁছায়নি, তাই আমরা সাময়িক একটি আইডি কার্ড প্রদান করব। এ ছাড়া আবাসিকতা নেওয়ার জন্য শিক্ষার্থীদের আগামী এক থেকে দেড় মাস সময় দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণার পর ১ অক্টোবর দুপুরে আচমকা মোটরসাইকেল শোডাউন ও বাজি ফাটানোর ঘটনা ঘটে। এরপরই সদ্য সাবেক ছাত্রলীগ নেতারা কর্মীদের নিয়ে হল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে আসেন। এতে ক্যাম্পাসজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধে ঘোষণা করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |