ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কুমিল্লায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উন্নয়ন সভা

স্টাফ রিপোর্টার কুমিল্লা, আরটিভি নিউজ

বুধবার, ২৬ অক্টোবর ২০২২ , ১০:০৮ পিএম


loading/img

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেছেন,  ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকের বীমা দাবি পরিশোধে সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে। কোম্পানিটি গত ৯ মাসে গ্রাহকের ৬ শত কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আরও ৪ শত ৬০ কোটি টাকা পরিশোধ করবে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে কুমিল্লা পদুয়ার বাজার এলাকায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উন্নয়ন সভা ও বীমা দাবি পরিশোধ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বৃহত্তর কুমিল্লায় ইতিমধ্যে ১ শত কোটি টাকার ওপর বীমা দাবির চেক পরিশোধ করা হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকদের সেবার মান নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। 

বিজ্ঞাপন

কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মতিউর রহমান, জন বীমা ভাইস প্রেসিডেন্ট হেলাল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট সেলিম খান, এরিয়া প্রধান শামীম খান, মো. কামরুজ্জামান স্বপন, আলমগীর হোসেন মিয়াজি। হোমনা জোন প্রধান মো. আবদুছ ছাত্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে জোন প্রধান, সহকারী জোন প্রধান, ডিসিগণ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে বিভিন্ন গ্রাহকদের ১৬ কোটি ৭২ লাখ টাকা বীমা দাবির চেক পরিশোধ করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |