ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

রাজবাড়ীতে রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৬ নভেম্বর ২০২২ , ১০:৩৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৬ নভেম্বর) দুপুর থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। 

এ সময় অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, রেলওয়ে কর্মকর্তা, জিআরপি পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। একটি বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবারে চলা অভিযানে জেলার পৌরসভা এলাকার ফুলতলা, ১নং রেলগেট এলাকা থেকে অর্ধশত স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান বলেন, রাজবাড়ীতে রেলের জমি রয়েছে ৪০০ একর। এর মধ্যে ১৫০ একর জমি অবৈধভাবে দখল করে আছে মানুষ। সেই জমি উদ্ধার করতে আজ থেকে অভিযান শুরু হলো। এ ছাড়া রেলওয়ের অনেক কোয়ার্টারও অবৈধভাবে দখল হয়ে গেছে। সেগুলোও উদ্ধার করা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |