ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

রাজধানীতে নিষেধাজ্ঞা সত্ত্বেও উড়েছে ফানুস, ফুটেছে আতশবাজি

আরটিভি নিউজ

রোববার, ০১ জানুয়ারি ২০২৩ , ০৩:১৬ এএম


loading/img
সংগৃহীত ছবি

নতুন প্রত্যাশা নিয়ে জাতি বরণ করে নিয়েছে ইংরেজী নতুন বছর ২০২৩। এ উপলক্ষ্যে থার্টি ফার্স্ট নাইটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজধানীর বিভিন্ন স্থানে ফুটেছে আতশবাজি ও উড়ানো হয়েছে ফানুস।

বিজ্ঞাপন

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় ডিএমপির নিষেধাজ্ঞা অমান্য করা হয়েছে। মোহাম্মদপুর, আগারগাঁও, মিরপুর, হাতিরঝিল এলাকা, মগবাজার, রামপুরা, বাড্ডা, পুরান ঢাকার চকবাজার, তাঁতী বাজার, রায়সাহেব বাজার, চানখারপুল এলাকাসহ বিভিন্ন স্থানে আতশবাজি ফুটানো ও ফানুস উড়াতে দেখা গেছে। 

শনিবার রাতে হাতিরঝিল এলাকায় ফানুস উড়াতে দেখা যায়। পুলিশের পাহারা সত্ত্বেও এই এলাকায় মাঝে মাঝে এসেই বিভিন্ন বয়সী মানুষদের ফানুস ও আতশবাজি ফুটাতে দেখা যায়।

বিজ্ঞাপন

নতুন বছরের প্রথম প্রহরে শেরেবাংলা নগর এলাকায় ফানুস উড়াতে দেখা যায়। শিশু-কিশোররা ফানুসে উড়িয়ে এই এলাকায় থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে দেখা গেছে। 

এছাড়া মোহাম্মদপুরের অলি-গলিতে থেমে থেমে আতশবাজি ও পটকা ফুটছে। 

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, থার্টি ফার্স্ট নাইটে উম্মুক্তভাবে কোথাও কোনো আয়োজন করা যাবে না। ফানুস উড়ানো যাবে না। আতশবাজি ও পটকা ফুটানো যাবে না। এরপরও যদি কেউ ফানুস উড়ায় তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

বিজ্ঞাপন

এদিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, ওই এলাকায় বিকাল থেকে লুকিয়ে লুকিয়ে ফানুস ও আতশবাজি বিক্রি করা হয়েছে। একটি ফানুস ২০০-৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। মোহাম্মদপুর এলাকায় বিক্রি হয়েছে ফানুস ও আতশবাজি।  

উল্লেখ্য, গত বছর থার্টি ফার্স্ট নাইটে ফানুস উড়ানোর কারণে সারা দেশে মোট ২০০ স্পটে আগুন লাগার ঘটনা ঘটেছিল। এর মধ্যে ঢাকাতেই ঘটেছিল ১০টি অগ্নিকাণ্ড। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |