ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

মক্তবে পড়তে গিয়ে ধর্ষণের শিকার ছাত্রী, ওস্তাদ গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:১৯ এএম


loading/img
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের সদর উপজেলায় মক্তবে পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন সপ্তম শ্রেণির এক ছাত্রী।  

বিজ্ঞাপন

ধর্ষণের অভিযোগে করা মামলায় গত ১ ফেব্রুয়ারি ওই মক্তবের ওস্তাদ আহাদ মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আহাদ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের মৃত নীলু মিয়ার ছেলে। তিনি দর্শনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।  

আহাদের জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেন, আহাদ উত্তর বামকান্দি জামে মসজিদের মক্তবের ‘ওস্তাদ’। গত বুধবার ভোরে সপ্তম শ্রেণির এক ছাত্রী সেখানে আরবি পড়তে যায়। এ সময় ‘ওস্তাদ’ ইয়াকুব তাকে ধর্ষণ করেন। অন্য শিক্ষার্থীরা ঘটনাটি দেখে চিৎকার করতে থাকে। পরে স্থানীয়রা আহাদকে আটক করে সদর মডেল থানায় খবর দেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |