ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ভবনে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

আরটিভি নিউজ

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ০২:৩২ এএম


loading/img
ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। 

বিজ্ঞাপন

রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গুলশানে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইন্টেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলামকে। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন উপপরিচালক (অপারেশন ও মেইন্টেন্যান্স) ঢাকার সহকারী পরিচালক, গুলশান জোনের উপসহকারী পরিচালক ও স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

উল্লেখ্য, গুলশানের একটি বহুতল ভবনের সন্ধ্যা সাতটার দিকে লাগা আগুন দীর্ঘ চার ঘণ্টা চেষ্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এসময় ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনার পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |