ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

জামিনে মুক্তি পেয়ে নিষিদ্ধ সংগঠনের সাবেক নেতার দুধ দিয়ে গোসল

আরটিভি নিউজ

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ০১:৫৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় জামিনে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ (৪০)। দুধ দিয়ে গোসল করার ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ মার্চ) রাতে গোসলের ৫১ সেকেন্ডের একটি ভিডিও এরশাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেছেন। ভিডিওতে কোনো ক্যাপশন না দিলেও ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হিন্দি ‘ও মা শুকরিয়া, যভি তুনে কিয়া’ গানটি জুড়ে দিয়েছেন এরশাদ।

ভিডিওতে দেখা যায়- এক নারী বালতি থেকে মগে করে দুধ নিয়ে সাইফুল ইসলাম এরশাদের মাথায় ঢেলে গোসল করিয়ে দিচ্ছেন। দুধের সঙ্গে গোলাপ ফুলের পাপড়িও রয়েছে।

বিজ্ঞাপন

সাইফুল ইসলাম এরশাদ সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা বাজার এলাকার মৃত ইসলাম শেখের ছেলে। তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

জানা গেছে, গত ৪ আগস্ট রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদকে গত ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সদরের কামালদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। 

পরে ২০ ফেব্রুয়ারি তাকে আদালতে পাঠানো হলে তার পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি জেলা কারাগারে বন্দি ছিলেন। বুধবার (২৬ মার্চ) জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান এরশাদ।

বিজ্ঞাপন

দুধ দিয়ে গোসলের বিষয়টি নিয়ে সাইফুল ইসলাম এরশাদে বলেন, আমার মা মানত করেছিলেন জামিন পেলে দুধ দিয়ে গোসল করাবেন। এ জন্য ২৬ মার্চ বিকেলে জামিনে জেল থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পর আমার মা খুশি হয়ে দুধ দিয়ে গোসল করিয়েছেন। 

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |