ঢাকা

হাত-পা বেঁধে আ.লীগ নেতার বাসায় ডাকাতি

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৫১ এএম


loading/img

নড়াইল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাছিমদিয়া গ্রামে এক আওয়ামী লীগ নেতার বাসায় ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় স্ত্রীসহ তার হাত-পা বেঁধে বন্দুক-পিস্তল ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন জিনিস লুটে নেয় তারা।

বিজ্ঞাপন

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হলেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হাসানুজ্জামান।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান জানান, সোমবার ভোরে পৌনে ৪টার দিকে আট থকে দশজনের ডাকাত দল আমার বাসায় ঢুকে। এ সময় আমার ও আমার স্ত্রীর হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা, ডলার, বিদেশি ঘড়ি, বন্দুক, পিস্তল ও গুলি নিয়ে যায়। 

পুলিশ সুপার (ক্রাইম) মো. কামরুজ্জামান জানান, সোমবার সকালে সংবাদ পেয়ে আমি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |