ঢাকার আশুলিয়ায় আল-আমিন (৪২) নামে এক শ্রমিককে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেন ও মিল্কভিটা শ্রমিক লীগের সভাপতি আইয়ুব আলী শিকদার ও তার বাহিনী। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ আল-আমিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে সাদ্দাম ও তার বাহিনীর কাউকে পুলিশ গ্রেপ্তার করতে না পাড়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, আশুলিয়া থানা যুবলীগের নেতা সাদ্দাম ও তার বাহিনী প্রতিনিয়ত কিশোর গ্যাং দিয়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছে। এ ছাড়াও আইয়ুব আলী সিকদার ও তার সহযোগী যুবলীগ নেতা শুটার সাদ্দাম জুলাই-আগস্টের গণঅভ্যুখানের পূর্বে সক্রিয়ভাবে জড়িত থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল নির্দেশনা পালন করেছে।
তারা কখনও ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুরাদ জংয়ের সাথে কখনও সাবেক এমপি ডা. এনামুর রহমানের সাথে আবার কখনও সাবেক এমপি সাইফুল ইসলামের সাথে থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গত ১৭ বছরে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি, নির্যাতন ও বাড়িঘর ছাড়া করে সুবিধা ভোগ করেছে। তাদের বিরুদ্ধে একাধিক ছাত্র হত্যা মামলা থাকার পরও এলাকায় ডাকাতিসহ বিভিন্ন ঝামেলা জড়িত রয়েছেন। প্রতিদিন এসব ঘটনা করার পরও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ভুক্তভোগী আল-আমিনকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আরটিভি/কেএইচ-টি