ঢাকা

ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে আটক ৪

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাও

সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ , ১১:১৯ এএম


loading/img

ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত ২৯টি ল্যাপটপ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের হাজিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলার পত্নীতলা থানার মোবারকপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে তৌহিদ রেজা (২২), ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঝাড়গাঁও গ্রামের আবুল কালামের ছেলে ওমর ফারুক (২২), একই থানার এলাকার ঘনিবিষ্ঠপুর গ্রামের জব্বার আলীর ছেলে আরিফুল ইসলাম (২৩) ও সেনিহারী গ্রামের বদিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২০)।

বিজ্ঞাপন

সদর থানার ওসি কামাল হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যাম থেকে নগ্ন ছবি ও ভিডিও সংগ্রহ করে তারা পর্নোগ্রাফি তৈরি করে পুনরায় সামাজিকমাধ্যমে আপলোড ছড়িয়ে দিতো। তাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের।

গোপন সংবাদের ভিত্তিতে শহরের একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলেও জানান ওসি কামাল হোসেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |