ঢাকা

নিখোঁজের ৪ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ , ০২:৩৫ পিএম


loading/img

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের চার দিন পর আবু সাঈদ (২৭) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে জীবননগর পৌর এলাকার বসতিপাড়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের লিফট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ২ এপ্রিল রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। নিহত আবু সাঈদ জীবননগর পৌর এলাকার হাইস্কুল পাড়ার রইচ উদ্দীনের ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, গত ২ এপ্রিল রাতে সাহরি খাওয়ার পর ভোর ৫টার দিকে নামাজ আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে বের হন ব্যবসায়ী আবু সাঈদ। তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে জীবননগর পৌর এলাকার বসতিপাড়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করতে এসে দুর্গন্ধ পেয়ে তল্লাশি শুরু করেন শ্রমিকরা। পরে নির্মাণাধীন লিফটের ভেতর পানিতে ব্যবসায়ী আবু সাঈদের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |