দর্শনায় আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ  

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ০৩:৫৮ পিএম


দর্শনায় আবারও বোমা সাদৃস বস্তু উদ্ধার
ছবি: আরটিভি

চুয়াডাঙ্গার দর্শনায় আবারও পাওয়া গেলো বোমা সদৃশ বস্তু। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দর্শনা কেরু চিনিকল এলাকাসহ পৌর এলাকায় ১৩টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়।
 
এর একমাসের ব্যবধানে  শুক্রবার (১৪ মার্চ) সকালে দর্শনা মা ও শিশু হাসপাতালের পেছনে ইট খোলা নামক স্থান থেকে স্থানীয়রা একটি বোমার সন্ধান পায়। পরে দর্শনা থানায় খবর দিলে থানা পুলিশ এলাকাটি ঘিরে রাখে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে সাধারণ মানুষ ওই এলাকায় একটি সাদা পলিথিনের ব্যাগের কাঠের গুঁড়ার ওপর লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু দেখতে পায়। পরে তারা দর্শনা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ এলাকাটি ঘিরে রাখে। 

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমির বলেন, একটি বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। এলাকা ঘিরে রাখা হয়েছে। উদ্ধারের পর পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে বোমা নাকি ককটেল। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দর্শনা কেরু চিনিকল এলাকা থেকে পৃথক পৃথক ৬টি বোমা উদ্ধার করা হয়। একদিনের ব্যবধানে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে ৭টি বোমা উদ্ধার করা হয়। যার মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়ে গোটা এলাকা প্রকম্পিত হয়ে যায়। পরে রাজশাহী র‍্যাপিড একশন ব্যাটালিয়নের-৫ ইউনিট ও যশোর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করেছিল। সে বিষয়েও কেরু চিনিকল কর্তৃপক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেছিল।

আরটিভি/এএএ/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission